রাজবন্দীদের মুক্তির দাবীতে লন্ডনে নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সভা
স্টাফ রিপোর্টার
অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের সার্থে বিরোধী রাজনৈতিক দলসমূহের ১০ দফা দাবী বাস্তবায়ন ও সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটির সবচেয়ে বড় মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে। সোমবার ৩০ জানুয়ারী (স্থানীয় সময়) রাতে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী আরিফ আহমদদের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সালেহ আহমদ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনবিসি ইউকের উপদেষ্টা আশিকুর রহমান আশিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কানাইঘাট উপজেলার সাবেক সেক্রেটারী মাওলানা সাইয়েদ জামাল আহমদ নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সহ-সভাপতি মো: আসয়াদুল হক, এসিস্টেন্ট সেক্রেটারী কাজী মোঃ নুরুজ্জামান, আলী হোসাইন, মো: তরিকুল ইসলাম, করিম মিয়া, হিউন্যানিটি ক্লাব ইউরো বাংলার উপদেষ্টা শামিমুল হক, অধ্যাপক মাঈনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ খান।
এছাড়াও রাখেন, ইআরআই’র সেক্রেটারী নওশিন মোস্তারি মিয়া সাহেব, এনবিসি ইউকের নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে মো: ইকবাল হুসেন, মির্জা এনামুল হক, মো: ফরহাদ আলী, মো: ফান্টু, কাওছার আহমদ চৌধুরী, মো: আলম আহমদ, ফখরুল মিয়া, মো: শাহাব উদ্দীন, রফিক আহমদ, ইউসুফ আল আজাদ, রায়হান আহমদ, মো: রাসেল মাহমুদ, মো: আমিনুল ইসলাম সফর, শাহিন আহমদ, শরিফ আহমেদ মুরশেদ, মো: জাকির আহমদ, মানবাধিকার কর্মী মো: নাহিদ আহমদ, জুবায়ের আহমদ, এস এম রেজাউল করিম, ইশতিয়াক হোসেন, মিজানুর মিয়া, মো: মাসুম আলী, আহসান প্রমুখ। উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারী তাহমিদ হোসেন খান, মো: সৈয়দুল ইসলাম, মোহাম্মদ আলী, মোহাম্মদ মাহফুজুর রহমান, মো: মিফতা উদদীন, কাজী মো: নুরুজ্জামান, মো: আব্দুল হামিদ, মো: ফজল আহমদ, ইসলাম উদ্দীন, সাবের আহমদ, সেবুল আহমদ, জিয়াউল ইসলাম রিফাত, মোছা: নিপা বেগম, সুমেনা বেগম, আলতাবুর রহমান, আহমদ আলী, মো: আমিনুর রহমান, আরাফাত রহমান, মো: সুহেল মিয়া, সৈয়দ নাজমুল ইসলাম ফাহিম, সুহেল আহমদ, কাজী মোজাম্মেল হোসেন, এম এম ইয়াজুদ্দীন, সুলতান আহমেদ, মোহাম্মদ আলীম উদ্দীন, মো: সুহেল আহমদ, আজিজ আহমদ চৌধুরী, ফাহাদুজ্জামান, মো: মারুফ আহমেদ, মো: এহছানুল হক, জুবায়ের আহমদ, তারেক আহমদ, মো: নাহিদ তালুকদার, মো: শরিফ, মো: জাহিদুর রহমান, তারেক হাছান, মাহফুজ আহমেদ, জাহিদ আহমদ, শাহ মো: অহিদুর রহমান, মোহাম্মদ আব্দুস শহীদ ও হোসাইন খান প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত ছাতকের ছৈলা আফজলাবাদ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জাবেদ আহমদকে ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সভাপতি মুসলিম খান।
সভায় ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান, সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়। সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকার গনতন্ত্রকে হত্যা করেছে। দেশে আজ মানুষের ভোটের অধিকার নেই, দেশের স্বাধীনতা, সংবিধান ও সার্বভৌম হুমকির মুখে। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গনতন্ত্র পুনরুদ্ধারে সকল দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে।